জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন,মানুষ তাদের ভোটার অধিকার ফিরে পেতে চায় এবং তাদের মনোনীত মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। নায়াব ইউসুফ শনিবার বিকেলে স্থানীয় আলালপুরে ফরিদপুর মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির এক কর্মি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য মিল্টন, ৮নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান চুন্নু প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির। নায়াব ইউসুফ আরও বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভোটার অধিকার থাকেনা উনার (শেখ হাসিনার) বাবার শাসন আমলে মানুষের ভোটার অধিকার ছিলনা তখনও দেশে দুর্ভিক্ষ ছিল। বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরো বলেন মানুষ এখন চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে মানুষ এবং দিশাহারা হয়ে পড়ছে, ঠিকমত মানুষ খেতে পারছে না। তিনি অবিলম্বে এ সরকারকে পদত্যাগ দাবি করে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেন।