সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পাটের জাগের পানি ঢুকে তিন একর জলাশয়ের মাছের ক্ষতি

সাজিদ হোসেন রাজবাড়ী
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভৈরবকোলে মাছের ঘেরে পাটের জাগের পানি ঢুকে মারা যাচ্ছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার সকাল থেকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের মৎস্য চাষী মুন্সি মোশাররফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন তিন একর জলাশয়ের মাছ মরতে শুরু করে। দেলোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে এ জলাশয়ে মৎস্য চাষ করে আসছেন। এ বছর জলাশয়ের পাশে একটি খাল খনন করা হয়। সম্প্রতি এ খালে পাটের জাগের ফলে জলাশয়ের পাটের পানি মাছের ঘেরে ঢুকে যায়। এতে কাতল, রুই, সিলভারকার্প, মনোসেক্স, বাটা সহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ তার তিন একর জমির এ জলাশয় থেকে মাছ মারা যাওয়ায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীবের সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা বলেন, সরেজমিন তদন্ত করার পর বলতে পারবেন। মুলঘর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মান্নান মুসল্লি বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ জলাশয় সংরক্ষণ করার জন্য একটি লিখিত আবেদন জমা দিয়েছিলাম। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছিলেন। তবে এ ক্ষতিতে মৎস্য চাষী দেলোয়ারের অপুরণীয় ক্ষতি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com