নীলফামারী জেলার ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আগাম আঊশ ধান কর্তন শুরু হয়েছে। সোমবার (১৪ই আগস্ট ২০২৩) সরজমিনে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে গিয়ে দেখা যায় আধুনিক যন্ত্র ব্যবহার করে আঊশ ধান কাটা এবং মারাই করা হচ্ছে। অফিস সুত্রে জানাযায়, এবারে খামারে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে উৎপাদন মৌসুমে ২৫৫ একর জমিতে আউশ ধান বীজ (ব্রিধান৯৮ জাতের) এবং আমন ধান ৮০ একর জমিতে (ব্রিধান-৯০) উৎপাদনের জন্য চারা রোপণ করা হয়েছিলো। এবিষয়ে ডোমার বিএডিসি খামারের উপপরিচালক আবু তালেব মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটিতে। আমরা গত বছর আঊশ চাষ করে ৩৮০ মেট্রিকটন ভিত্তি বীজ সরকারকে দিয়েছি। এবারেও অধিক ফলনের আশা করছি আমরা।