চট্টগ্রামের ফটিকছড়িতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ১৪ আগস্ট (সোমবার) সকালে উপজেলা চত্বরে তিনদিন ব্যাপি এ মেলার উদ্ভোধন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। মেলা উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাঈল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান, চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো: জানে আলম, বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু, বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক- উল আজম, ভুজপুর ইউপি শাহজাহান চৌধুরী শিপন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ। নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় ১১ টি স্টল অংশ নেন। ১৪ আগস্ট শুরু হয়ে এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য যোগানে টেকসই ও পরিবেশবান্ধব আধুনিক কৃষিতে ব্যবহৃত লাগসই প্রযুক্তি সমূহের ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে ফটিকছড়ি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।