সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

শিক্ষা খাতে উপজেলায় এক ধাপ এগিয়ে বড়ভিটা এ ইউ বহুমুখী ফাজিল মাদ্রাসা

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষাখাতে এক ধাপ এগিয়ে বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসা। এবার দাখিল পরিক্ষায় অংশ নেয় মোট ৩৫ জন শিক্ষার্থী সতভাগ পাশ সহ জিপিএ-৫ পায় ৪ জন। সতভাগ পাশ এবং ৪ জন জিপিএ ৫ পাওয়ায় উপজেলায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১ম হয় বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে এবার মোট ৮৬৬ জন শিক্ষার্থী অধ্যায়ন রয়েছে। বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ অহিদুল ইসলামের সাথে কথা বলে জানাযায়,মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৫৫ সালে কালের বিবর্তনে বদলাতে থাকে শিক্ষার গুণগতমান তিনি বলেন আমি মাদ্রাসা টিকে নিজের সন্তানের মত ভালোবাসি। ৩৫ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী নিয়ে আমার মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বিগত বছরের রেকর্ড ভেঙে এবার আমাদের দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী এবং শতভাগ পাশ করেছে এতে অক্লান্ত পরিশ্রম রয়েছে আমার বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির উপজেলায় আমার মাদ্রাসা ১ম স্থান পেয়েছে এতে আমি আনন্দিত ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দিলে তিনি ছুটিতে রয়েছেন বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com