আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়া ও দেশে গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে হাট গজারিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর মাওলানা জসিমউদদীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ফরিদপুর সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর শাখার সদস্য মাওলানা আবুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীর মুক্তির দাবী করেন।