নরসিংদীর মনোহরদীতে ব্যাস্ততম একটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়ে অর্ধসমাপ্ত অবস্থায় প্রায় দুই বছর ফেলে রাখায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ পর্যায়ে অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে যাওয়া ঠিকাদারের কাজ বাতিল করে নতুন করে টেডারের আয়োজন করা হচ্ছে। মনোহরদী পৌর এলাকার স্লুইচগেট থেকে সাভারদীয়া মোড় পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় প্রায় ২ বছর আগে। কাজ শুরুর সময় জাঁকজমপূর্ণভাবে এ কাজের উদ্বোধনও করা হয়। পরে প্রচুর জন ভোগান্তিসহ মন্থরগতিতে এর কাজ এগোতে থাকে। এ নিয়ে এই রাস্তায় চলাচলকারীদের অন্তহীন অভিযোগ অনুযোগ চলছিলো। এমতাবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখেন। বাকী অর্ধেক কাজ যথাসময়ে সম্পাদন করতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক তার চুক্তি বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয় বলে জানান মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম। তিনি আরো জানান, রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।