মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন ৫ টাকার নোটে মুদ্রিত নওগাঁর কুসুম্বা মসজিদ ভালুকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ মেলান্দহে অভ্যন্তরীণ বোরো ধান:চাল সংগ্রহের শুভ উদ্বোধন জলঢাকায় কৃষকদের ফসলি জমির ধান নষ্ট পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নেই তবুও চলছে ইট ভাটা ভোটারদের আস্থা চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এস এম মুইদুল ইসলামের উপর কালীগঞ্জে ৪ কোটি টাকার রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ খাদ্য ও শস্য পণ্য উৎপাদন বাড়াতে পারলে,দেশের আর্থিক অগ্রগতি বাড়বে-এস এম শাহজাদা এমপি আবারও ‘আওয়ামী লীগের সাজানো বিষ্ফোরক মামলায়’ পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক-১ কারাগারে জগন্নাথপুরে মাদ্রাসার ফলাফল সন্তোষজনক জমে উঠছে পিরোজপুরে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার প্রচারণা

মাস্টারকার্ডের ‘দখলে’ বিশ্বকাপের আগাম সব টিকিট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের টিকিট সাধারণ দর্শকদের জন্য বিক্রি শুরু (জেনারেল সেল) হওয়ার আগেই তা শুধু মাস্টারকার্ডধারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে যাদের কাছে মাস্টারকার্ড ডেবিট বা ক্রেডিট কার্ড নেই, তারা কোনও ম্যাচের টিকিট কিনতে পারছেন না। অথচ এদিকে হু হু করে শেষ হয়ে যাচ্ছে সব ম্যাচের টিকিট।
যেমন, গত বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় শুধু মাস্টারকার্ডধারীদের জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের অন্তত চারটি ম্যাচ ‘সোল্ড আউট’ বলে দেখানো হচ্ছে। এরমধ্যে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের ম্যাচগুলোও আছে। আর কলকাতার ইডেন গার্ডেন্সে বহুল-প্রতীক্ষিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটির টিকিটও একেবারেই কাটা যাচ্ছে না- কাটতে গেলেই কার্ডের ‘পেমেন্ট ডিক্লাইনড’ হয়ে যাচ্ছে।
মাস্টারকার্ড হোল্ডাররা যেভাবে টিকিট কাটছেন: ভারতের একটি জনপ্রিয় ইভেন্ট টিকিটিং সাইট ‘বুকমাইশো’ বিশ্বকাপের এই টিকিট বিক্রির বরাত পেয়েছে, আর তাদের সাইটেই মাস্টারকার্ডকে আইসিসি এই সুবিধা দিয়েছে, যেটাকে অনেকেই খুব অনৈতিক বলে মনে করছেন। বস্তুত বিশ্বকাপে ভারত ছাড়া অন্য দলগুলোর ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার ২৫ আগস্ট থেকে।
কিন্তু যারা টিকিট কেনার জন্য আগাম রেজিস্ট্রেশন করেছিলেন, গতকাল সকালে আইসিসি তাদের আচমকাই মেইল করে জানায়, ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকেই মাস্টারকার্ডধারীরা এই টিকিট কিনতে পারবেন। শুধু তাই নয়, এই সুবিধা বহাল থাকবে পুরো ২৪ ঘণ্টার জন্য। অর্থাৎ আজ শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরমধ্যে যথারীতি বেশিরভাগ ম্যাচের টিকিটই ফুরিয়ে যাবে- বিশেষ করে যেই ম্যাচগুলো নিয়ে সাধারণ ক্রিকেট অনুরাগী ও দর্শকদের আগ্রহ প্রবল! বাংলাদেশের ম্যাচগুলোকে ঘিরে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ: ভারতসহ ক্রিকেট বিশ্বের বহু জায়গায় অনুরাগীরা ভিসা, আমেরিকান এক্সপ্রেস, রুপে কার্ড, ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের (ভারতে যা এনইএফটি নামে পরিচিত) মাধ্যমেও টিকিট কাটার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, এই সিদ্ধান্তে তারা যথারীতি খুবই হতাশ ও ক্ষুব্ধ।
মাস্টারকার্ডধারীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে আইসিসি বিশ্বজুড়ে লাখ লাখ ক্রিকেট দর্শকের সঙ্গে প্রবল ব না করেছে বলেও তারা মনে করছেন সংগত কারণেই। আর এই সিদ্ধান্তের কথা আগাম তাদের জানানোও হয়নি। এদিকে শুধু আজকেই নয়, আগামী সপ্তাহে যখন ভারতের বিশ্বকাপ ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে, তখনও মাস্টারকার্ডকে এই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ভারতের ম্যাচগুলোর টিকিটের জেনারেল সেল ধাপে ধাপে শুরু হবে ৩০ আগস্ট থেকে। কিন্তু মাস্টারকার্ডধারীরা সেই টিকিট কিনতে পারবেন ২৯ আগস্ট থেকেই। কেন বিশ্বজোড়া ক্রিকেট দর্শকদের একটা বড় অংশকে এভাবে আগাম টিকিট কেনার সুযোগ থেকে বি ত করা হলো, তা ব্যাখ্যা করে আইসিসি এখনও কোনও বিবৃতি দেয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com