২৯ আগষ্ট মঙ্গলবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থায়নে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভদ্রবাজার এলাকার সমৃদ্ধি কেন্দ্র ঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে কর্মসূচীর বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুর এর আয়োজনে বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরী করার লক্ষ্যে কর্মসূচীটি গ্রহণ করেছি। কর্মসুচীর উদ্বোধন করেন রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য রথিন্দ্র নাথ রায়, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন চন্দ্র রায় ও প্যানেল চেয়ারম্যান এবং নারী ইউপি সদস্যা বৃষ্টি রানী রায়। এছাড়া পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল খোকনসহ সমৃদ্ধি কর্মসূচীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রতিটি পরিবারে যেটুকু জায়গা রয়েছে সেখানে গাছ লাগানো উচিত। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে গাছ। শিশুদের ছোট বেলা থেকেই গাছ লাগানোর ব্যাপারে সচেতন করার উদ্দেশ্যে পল্লীশ্রী পিকেএসএফ এর সহাযোগিতায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুর তাদের এলাকায় ৯টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা ২৫টি বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৬২৬ জন শিক্ষার্থীদের মাঝে ১২৫২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দদের গাছের সঠিক পরিচর্যা বিষয়েও প্রশিক্ষান প্রদান করেন সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন, রোজিনা খাতুন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়ক মোঃ রেজাউল করিম।