পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী এর সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে কর্মসূচীর বৈকালিক সমৃদ্ধিশিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ চারা গাছ বিতরণ করা হয়। পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুর এর আয়োজনে বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রর শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরী করার জন্য কর্মসূচী গ্রহন করা হয়েছে। কার্যক্রমের উদ্ভোধন করেন রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়।
উদ্ভোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিন্দ্র নাথ রায়, ২নং ওয়ার্ডের মিলন চন্দ্র রায় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং নারী ইউপি সদস্য বৃষ্টি রানী রায় (১,২,৩) নং ওর্য়াড। আরোও উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল। বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি পরিবারে যেটুকু তাদের জায়গা রয়েছে সেখানে গাছ লাগানো উচিৎ, কারণ গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। সারা পৃথিবীজুড়ে যেভাবে পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে তাতে করে হটাৎ বন্যা, অতিরিক্ত গরম অথবা ঠান্ডা, ভারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এর ফলে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। বক্তারা আরো বলেন, ছোটবেলা থেকে যদি আমরা শিশুদের গাছ লাগানোর ব্যাপারে সচেতন করতে পারি তাহলে তারা প্রকৃতি প্রেমি হয়ে বড় হবে এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখতে পারবে। তাই আমাদের সকলের উচিৎ গাছ লাগানো এবং এর প্রয়োজনীয়তা নিয়ে শিশুদের সাথে আলোচনা করা। পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুর তাদের কর্ম এলাকার ৯টি ওর্য়াডে ছড়িয়ে থাকা ২৫টি বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৬২৬ জন শিক্ষার্থীর মাঝে ১২৫২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে। চারা গাছ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন পূর্বে প্রতিটি বৈকালিক সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করা হয়। যাতে করে সকল বিতরণকৃত চারাগাছ সঠিক ভাবে রোপণ ও পরিচর্যা করতে পারে। কার্যক্রমটি সফল ভাবে বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ ও স্বাস্থ্য কর্মকর্তাগন আদিবা শারমিন ও রোজিনা খাতুন দ্বায়িত্ব পালন করেন। সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়ক মোঃ রেজাউল করিম।