শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভৈরবের শম্ভুপুর রেল ক্রসিংয়ে যাত্রীবাহি ট্রেনের ধাক্কায় পাট ভর্তি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। রেলক্রসিংয়ের গেইট কিপার সঞ্জু মিয়া বলেন, ভৈরব বাজার রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহ গামী নাসিরাবাদ ট্রেনটি রাত সোয়া ১টার দিকে আউট দেয়। সিগনাল পেয়ে গেইট লক করা হবে এমতাবস্থায় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী পাটভর্তি ট্রাক (ঢাকা- মেট্রো-ট-১১-৫৫৮৯) রেললাইনে আটকা পড়ে। এমতাবস্থায় রেড সিগন্যাল দিয়ে দৌড়ে ৩শ ফুট দুরে পৌছালে ট্রেনের চালক গতি কমিয়ে দেয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনার পর ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাংচুর ট্রাকটি রাস্তা থেকে সরানোর আধঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী জানায়, ঘটনাস্থলে রেলক্রসিংয়ের রেললাইনের মাঝখান থেকে মাটি ও পাথর সরে গর্ত সৃষ্টি হয়েছে। ট্রাকটির চাকা গর্তে পরার পর উঠতে না পারায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এ গর্তে ছোট বড় যানবাহন প্রায়ই আটকে যায়। গর্ত ভরাট করা না হলে বড় কোন দুর্ঘটনা ঘটার আশংকা করছে এলাকাবাসী। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রেল লাইনের মাঝখানের গর্তটি দ্রুত ভরাট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।