রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের এক অসহায় সংখ্যালঘু পরিবার নিজেদের সম্পত্তি রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান শ্রীমতি বাসন্তী রানী। অসহায় এই নারী বলেন, আমার স্বামী শ্রী ভবেশ চন্দ্র পৈত্রিক সূত্রে পাওয়া তার নিজস্ব সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করাসহ চতুর্দিকে ফলজ ও বনজ গাছ রোপণ করেছে। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি আমাদের ভোগ দখলে থাকা অবস্থায় আরএস রেকর্ড থেকে আমার স্বামীর নামে ১৩৩ অংশ উল্লেখে আরএস ডিপি খতিয়ান নং- ৩৭৯ প্রস্তুত ও প্রচারিত হয়। বাসন্তী রানী আরও বলেন, প্রতিবেশী তসলে মিয়া, হাফিজার মিয়া, ডাসা মহম্মদ, মজিদ মৌলভী, মামুন মিয়া, মাসুদ মিয়া, আফছার মিয়া, মুসলিম মিয়া, আজিজুল মিয়া আমার স্বামীর নিকটআত্মীয় কান্তি চন্দ্র, নিরোধ চন্দ্র, প্রকাশ চন্দ্র ও বিমল চন্দ্রের সঙ্গে যোগসাজোশ করে আমাদের পরিবারকে বাস্তুচ্যুত করতে বিভিন্ন পরিকল্পনা করেন। এ পরিস্থিতিতে আমার ছেলে মানিক চন্দ্র বাড়িঘর ও সম্পত্তি রক্ষার তাগিদে বিজ্ঞ আদালতে একটি মামলা করেন। তিনি বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে স্থানীয় তহসিলদার ওই মামলাটি তদন্ত করে আমাদের পক্ষে প্রতিবেদন দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে দমনপীড়নমূলক অন্যায়-অত্যাচারসহ বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমানে নানামুখী ষড়যন্ত্র ও হুমকি-ধামকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একেই সঙ্গে আমাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্তিত্ব সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এপরিস্থিতিতে অসহায় ওই নারী আইন-আদালতসহ প্রশাসনের কাছে ন্যায়বিচার, সম্পত্তি ও প্রাণ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে বাসন্তী রানী ছাড়াও তার স্বামী ভবেশ চন্দ্র, ছেলে মানিক চন্দ্রসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।