ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের, হেরে গেলেই গোছাতে হবে ব্যাগ, কাঁটতে হবে দেশের বিমানের টিকেট। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। পরিসংখ্যান আর পরিস্থিতি তাদের পক্ষেই বলছে কথা। তাই সাকিবদের দিতে হবে বেশ কঠিন পরীক্ষা। এরই মধ্যে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে নড়বড়ে হয়ে আছে টাইগারদের অবস্থান, ফাঁটল ধরেছে ফাইনালে উঠার স্বপ্নে। সেই স্বপ্ন একেবারেই ভেঙে যাবে এবার ‘লঙ্কাবধ’ করতে না পারলে। তবে আসরে প্রথম দেখায় যেহেতু শ্রীলঙ্কা জয় পেয়েছিল। তাই আত্মবিশ্বাসে ভরপুর হয়েই আজ শনিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দাসুন শানাকার দল। বিপরীতে মানসিকভাবে খানিকটা পিছিয়ে থাকবে টাইগাররা। তবে উল্টোও হতে পারে, প্রতিশোধের নেশায় বাঘের দল উন্মাদ হয়ে উঠতেই পারে। আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে পারে লঙ্কান শিবিরে। সমর্থকরাও নিশ্চয়ই এমনটা চাইবে। যদিও তা খুব একটা সহজ হবে না। নিজেদের মাঠের পুরোপুরি ফায়দা নিতে চাইবে শ্রীলঙ্কা। তাছাড়া সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানও কথা বলছে শ্রীলঙ্কার পক্ষেই। বাংলাদেশের সাথে ৫২ ম্যাচ খেলে ৪১টিতেই জয় তুলে নিয়েছে তারা। টাইগারদের জয় মোটে ৯ ম্যাচে। যেখানে অবশ্য শেষ ১৩ ম্যাচেই ৫ জয় বাংলাদেশের। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। যেখানে ২ বার জয় আছে টাইগারদের।