শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

নওগাঁর মাঠে মাঠে আমন ধানের চারা রোপনের উৎসব

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ জেলায় খরিপ-২/মওসুমে রোপা আমন ধান রোপনের উৎসব চলছে। মওসুমের শুরুতে বৃষ্টিপাত পর্যাপ্ত না হওয়ায় আমন ধান চাষে কৃষকরা কিছুটা আশঙ্কা বোধ করলেও বর্তমানে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সে আশঙ্কা কেটে গেছে। এখন মাঠে মাঠে জমিতে প্রয়োজনীয় পানি সঞ্চিত রয়েছে। কৃষকদের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু হয়েছে। উৎসবমুখর হয়ে উঠেছে অবারিত মাঠ জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন ইতিমধ্যেই জেলায় ৯১ শতাংশ জমিতে রোপা আমন ধানের চারা রোপন সম্পন্ন হয়েছে। সূত্রমতে চলতি মওসুমে জেলায় রোপা আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত ফলনশীল জাতের ১লাখ ৭৫ হাজার ৫০০ হেক্টর, স্থানীয় জাতের ১৯ হাজার ৮২৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ৯৭৫ হেক্টর। উল্লেখিত জমি থেকে চালের আকারে ৬ লক্ষ ৪৪ হাজার ৮৫৯ মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উপজেলা ভিত্তিক আমন চাষের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৯ হাজার ৪৩০ হেক্টর, স্থানীয় জাতের ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৫০ হেক্টর। রানীনগর উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৫৭০ হেক্টর, স্থানীয় জাতের ১৬০ হেক্টর ও হাইব্রিড জাতের ৭০ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ৫ হাজার ৪২৫ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৪২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫৫ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী জাতের ১২ হাজার ৯২০ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৪২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ১৮ হাজার ৪০৫ হেক্টর, স্থানীয় জাতের ৯ হাজার ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৮০ হেক্টর। পতœীতলা উপজেলায় উফশী জাতের ২২হাজার ১৮৫ হেক্টর, স্থানীয় জাতের ৩ হাজার ২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৪০ হেক্টর। ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৮৪৫ হেক্টর, স্থানীয় জাতের ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০০ হেক্টর। সাপাহার উপজেলায় উফশী জাতের ৯ হাজার হেক্টর, স্থানীয় জাতের ৮০৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর। পোরশা উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৬৪৫ হেক্টর, স্থানীয় জাতের ৫৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ১৫ হাজার ৬৭৫ হেক্টর, স্থানীয় জাতের ১৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ৬০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায? উফশী জাতের ২৮ হাজার ৪০০ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৬৪৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র আরও জানিয়েছে চলতি রোপা আমন ফসলের জন্য মোট ১১ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকদের প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হচ্ছে। এর মধ্যে ১১ হাজার উফশী চাষীদের এবং ২০০ জন হাইব্রিড চাষীদের। সূত্র জানিয়েছে চাষের নির্ধারিত লক্ষমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে। ১১ হাজার উফশী চাষীদের প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার। অপরদিকে ২০০ জন হাইব্রিড চাষীদের প্রত্যককে ১ বিঘা জমির বিপরীতে শুধুমাত্র ২ কেজি করে বীজ প্রনোদনা হিসেবে বিনামূল্যে দেয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com