১১ সেপ্টেম্বর রবিবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে Multi Actor Partnerships (MAPS) on Climate and Disaster Risk Finance and Insurance (CDRFI) প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। জার্মান কোয়াপারেশন এবং কেয়ার বাংলাদেশের আর্থিক সহায়তায় দেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট এবং সাতক্ষীরা জেলাকে কেন্দ্র করে দারিদ্র্য কেন্দ্রীক, জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক ঈউজঋও এর প্রচারের জন্য গন সহযোগী অংশীদারদের কাঠামো সমন্বয় এবং নেটওয়ার্ক শক্তিশালী করণের লক্ষ্য নিয়ে অ্যাওসেড এই প্রকল্প বাস্তবায়ন করবে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে এবং অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতি: জেলা প্রশাসক (সা:) হাফিজ আল আসাদ, কেয়ার বাংলাদেশের পরিচালক কায়সার রিজভী, উপ পরিচালক মৃত্যুঞ্জয় দাশ, খন্দকার আসিফ উদ্দিন রাখী, আহাদ উদ্দিন হায়দার, এম.আকবর টুটুল, রিজিয়া পারভীন, কল্লোল সরকার, সোহাগ হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন। সভায় আসন্ন প্রকল্পেকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।