রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান সাভারে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সহযোগিতা চাই -জয়নাল আবেদীন আন্দোলনে আহত আলাউদ্দিন পাননি কোনো সহযোগিতা, মাথায় বয়ে বেড়াচ্ছেন গুলি ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির দেখা মিলেছে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন দুপচাঁচিয়া শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

ধনবাড়ীতে চলছে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছের বংশ নির্মূলের মহোৎসব মাছ শূন্য হচ্ছে নদী

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বংশাই, ঝিনাই, বৈরান সহ সব নদ-নদী ও খালে চলছে চায়না ও দুয়ারী জাল দিয়ে মাছের বংশ নির্মূলের মহোৎসব। মৎস্য সম্পদ ধ্বংসের এই যজ্ঞে প্রকাশ্যে কাজ করছে নদী, খাল বিলপাড়ের হাজারো মানুষ। তা যেন দেখার কেউ নেই। ধনবাড়ীর বিস্তীর্ণ খাল বিল পাড়ের মৎস্যজীবী মানুষের বেশির ভাগই এখন ব্যবহার করছে নিষিদ্ধ চায়না জাল ও চায়না দুয়ারী। প্রকাশ্যেই তারা এসব উপকরণ দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ধরে নিঃশেষ করে দিচ্ছে মৎস্য ভা-ার। ফলে প্রতিবছরই কমে আসছে মাছের পরিমাণ। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আর এসব নদী থেকে মাছ আহরণ করতে পারবে না বলে শঙ্কা স্থানীয়দের। তাদের দাবি চায়না জাল ও দুয়ারী উৎপাদন যেন বন্ধ করা হয়, এসব উপকরণের সহজ লভ্যতার কারণেই জেলেরা উৎসাহিত হচ্ছে ব্যবহারে। সরেজমিনে ধনবাড়ী উপজেলার বংশাই, ঝিনাই, বৈরান সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন বিল অঞ্চলে গিয়ে দেখা যায়, যমুনার সংযোগ খালগুলোতে চায়না দুয়ারী পেতে রাখা হয়েছে। ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত জালে আটকে থাকা মাছগুলো তুলছে জেলেরা। কথা হয় জেলেদের সঙ্গে। নিষিদ্ধ এসব উপকরণ দিয়ে মাছ শিকার আইনত দ-নীয় অপরাধ জেনেও জীবিকার অজুহাতে তারা এসব করছেন বলে স্বীকার করেন। তাদের দাবি বর্ষা মৌসুমে তাদের জন্য বিকল্প পেশার ব্যবস্থা বা প্রণোদনার। কোথাও কোথাও নদীগুলোতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার করায় অনেক ক্ষতি হচ্ছে। এই জাল দিয়ে মাছ শিকার করলে সব ধরনের মাছ জালে আটকে পড়ে। ছোট বড় সব ধরনের মাছ আটকে যায়। ভবিষ্যতে দেশীয় মাছ আর পাওয়া যাবে না। তারা আরও বলেন, জেলেরা পেটের দায়ে এই জাল দিয়ে মার মারছে, কিন্তু কিছুদিন পরেই দেশীয় মাছের সংকট দেখা দেবে। এই জাল যেখানে তৈরি ও বিক্রি করা হয় সেখানে অভিযান চালিয়ে বন্ধ করে দিতে হবে। জাল না পেলে জেলেরাও মাছ শিকার করতে পারবে না। আগে যেভাবে অন্য জাল দিয়ে মাছ শিকার করতো, সেই জাল দিয়ে শিকার করলে এই ধরনের ক্ষতি হবে না। ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তার নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান চালানোর কথা থাকলেও সে অভিযান পরিচালনা করেনি বলে জানান স্থানীয়রা। স্থানীয় জেলেরা জানান, মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি ও চায়না জাল দিয়ে মাছ ধরা নিরুৎসাহিত করতে পারলেই দেশীয় মাছের প্রজনন রক্ষা করা সম্ভব। বাজারেও দেদার বিক্রি হচ্ছে শোল, টাকি ও গজারের পোনা। মাছের পোনা খেতে সুস্বাদু বলে সবারই এ পোনা মাছের প্রতি আকর্ষণ বেশি। স্থানীয়রা জানান, প্রশাসন ও মৎস্য কর্মকর্তার সক্রিয় ভূমিকার মাধ্যমেই সম্ভব মা মাছ ধরা থেকে তাদের নিরুৎসাহিত করা। মা মাছ এসব চায়না জাল দিয়ে নিধন করলে দেশীয় প্রজাতির মাছ বিলীন হয়ে যাবে। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআসলাম হোসাইন” দৈনিক খবর পত্র”কে বলেন, এ জাল ব্যবহার নিষিদ্ধ। নদীতে এ জাল পাতা হলে মাছের পাশাপাশি মাছের পোনা, এমনকি মাছের ডিমও জালে আটকা পরে। বাজারে বিক্রি হবে না এমন মাছও ধরা পরে। সেগুলো ফেলে দেওয়া হয় এবং অধিকাংশই মারা যায়। এরমধ্যে অনেক বিপন্ন প্রজাতির মাছও থাকে । দেখি আমি উপজেলা মৎস কর্মকর্তাকে বিষয়টিকে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com