আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২৬৪ রান করতে হবে বাংলাদেশকে। এদিন টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে লঙ্কানদের ২৬৩ রানে আটকে রেখেছে টাইগাররা। ৯ ওভারে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন শেখ মেহেদী। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার পাথুম নিশাংকা। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৫৫ রান। বিনা উইকেটে ১০৪ রান জমা হয়েছিল শ্রীলঙ্কার স্কোরবোর্ডে। এরপর কুশল মেন্ডিসকে আউট করেন ব্রেক থ্রু এনে দেন নাসুম। এই স্পিনারের বলে কুশলের দুর্দান্ত ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটারদের তোপের মুখে পড়েছেন বাংলাদেশের বোলারররা। ১৪ ওভারে বিনা উইকেটে ১০৩ রান তুলে ফেলেছে লঙ্কানরা। এর মধ্যে ৩৪ রান করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ওপেনার কুশল পেরেরা। নিশাঙ্কা ৪৬ আর কুশল মেন্ডিস ব্যাটিং করছেন ২২ রানে।
ভারতের গুয়াহাটিতে টসে হেরে আগে বোলিংয়ে নামছে টাইগাররা। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়া হয়েছে। সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে। তবে দলের প্রয়োজনে বোলিং করতে পারবেন তারা।