চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বীর মুক্তিযোদ্ধা সন্তান আ.স.ম দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ০৩ অক্টোবর সকাল ১১ টায় পুটিবিলা ইউনিয়নের এম.চরহাট এলাকায় স্থানীয় ওয়ার্ডে অনুষ্ঠিতি এলাকাবাসীর পৃথক পৃথক ব্যানার ও মানববন্ধনে মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন সহ দুই শতাধিক স্থানীয় লোক অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত নিউজটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এসময় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “আমার পুত্র দিদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং বর্তমানে বাড়িতে অবস্থান করছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও জাতির কাছে আমার ও আমার পরিবারের একটি ঐতিহাসিক ভূমিকা আছে। একটি কুচক্রী মহল দ্বারা আমাদের সামাজিক মান ক্ষুণ্ন করতে আমার পুত্রের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।” তিনি ক্ষোভের সাথে আরও বলেন, “স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিহিংসাকারী ব্যক্তি অন্যজনের মাটি কাটা ও পাচারের বিষয়টি সংবাদ প্রতিনিধিকে ম্যানেজ করে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।”