বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ওবায়দুল কাদের বলেন দিল্লি আছে আমরা আছি তাহলে আমরা একটি স্বাধীন দেশ এখন এই কথা বলতে পাড়ি,পাড়ি না কাদেরের এই কথার দায় দায়ীত্ব সরকারকে নিতে হবে। এই আওয়ামী লীগ সরকার তত্ববধায়কের জন্য দেশব্যপি হরতাল সহ লাঠি বৈঠা দিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছে। আজ আবার তারা সেই তত্ববধায়ক জাতীয় সরকারের অধিনে নির্বাচন না করে অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তিনি আরো বলেন বর্তমান এই সরকারের সময় অনেক স্ত্রী তার স্বামিকে হারিয়েছে, মা হারিয়েছে ছেলে সহ বিভিন্ন আত্বীয়-স্বজন। বর্তমান সরকারের নেতারা বলেন তারা নাকি খেলা করতে চায় তাহলে আমরা বসে বসে তামাসা দেখব আমরা ভেসে আসি নাই। এই সরকার যদি জাতীয় সরকারের অধিনে নির্বাচনে না আসে আমরা সর্বশক্তি দিয়ে ওদের মোকাবেলা করব। বৃহস্পতিবার বিকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আয়োজনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী সহ অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে বরিশাল জেলা সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ এছহকমুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শায়েখে চরমোনাই সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এসময় আরো বক্তব্য রাখেনঅধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।