গাজীপুরের কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো আজিজুর রহমান। জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জে উপজেলা শাখার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-ই-এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু, সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র?্যালী শহরের কয়েকটি সড়ক পদক্ষিন করে। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউপি চেয়ারম্যান-সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে গত ০৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও গাজীপুরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজ উদযাপন করা হচ্ছে।