শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

নেত্রকোনা বৈষম্য নিরসনের দাবিতে সরকারি মহিলা কলেজে কর্মবিরতি

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ক্যাডার ভিত্তিক বৈষম্য নিরসণের দাবিতে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তিন দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিট মঙ্গলবার থেকে এ কর্মবিরতি শরু করে। প্রথম দিন বেলা সাড়ে ১০টায় কলেজ গেইটে বক্তব্য রাখেন- নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর বিধান চন্দ্র মিত্র, কলেজের সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সহযোগি অধ্যাপক ও কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম শাখাওয়াত হোসেন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. অনুপ সাদি, সহকারী অধ্যাপক ও কলেজ শাখা ইউনিটের কোষাধ্যক্ষ খন্দকার অলি উল্লাহ প্রমুখ। কর্মবিরতি পালনের জন্য সকল প্রকার ক্লাস ও কলেজের স্ভাবাবিক কার্যক্রম বন্ধ থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com