বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের ও ক্রিয়া অফিস এর আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে (১০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৩ এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে মির্জাপুর উপজেলা কে ৬-০ গলে পরাজিত করে ধনবাড়ী উপজেলা বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় বালিকা ফুটবল একাদশ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় টাঙ্গাইল পৌরসভা কে ৮-০ গলে পরাজিত করে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে, সেমিফাইনালে গোপালপুর উপজেলাকে ট্রাইব্রে কারে ৪-৩ গলে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করে। উক্ত টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন ধনবাড়ী উপজেলার বালিকা টিমের গোলরক্ষক তানিয়া আক্তার , সেরা গোলদাতা ও চিশত খেলোয়ার নির্বাচিত হন ধনবাড়ী উপজেলার বালিকা দলের খেলোয়াড় অনন্যা রানী সূর্যোদর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওলিউজ্জামান, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আলা-আমিন সবুজ সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার কামাল হায়দার লেবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপমসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।