সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

ঝিনাইগাতিতে ঘাগড়া কবিরাজ পাড়া, বন্ধ ভাটপাড়া কালিনগর, আরএইচডি রাস্তার উন্নয়ন ও কৃষি প্রণোদনা বিতরণ

মঞ্জুরুল হক (ঝিনাইগাতী) শেরপুর
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

শেরপুর জেলার ঝিনাইগাতীতে, তিনবারের জননন্দিত এমপি, জনাব এ কে এম ফজলুল হক, দুটি রাস্তা উন্নয়ন ও কৃষি প্রণোদনা বিতরণ করেন। ১৬ই অক্টোবর ২০২৩, রোজ সোমবার, এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, প্রথমে ঘাগড়া কবিরাজ পাড়া, কামারপাড়া, ৮৬০ মিটার রাস্তা, যার চুক্তিকৃত মূল্য ১,৩৩২১,৯৮১.১০/প্রকল্পের নাম আইআর আইডিপি ৩, অন্য প্রকল্প বন্ধ ভাটপাড়া থেকে কালিনগর চৌরাস্তা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন। যার দৈর্ঘ্য ১৩৫০ মিটারএবং চুক্তিৃকৃতমূল্য, ১৫৩৫৭,২৪৮.৭৫/টাকা, প্রকল্পের নাম আর আইডিপি তিন। বাস্তবায়ন এলজিইডি শেরপুর। সবশেষে এমপি মহোদয়, কৃষক লীগের এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক,। উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা আশ্রাফুল কবির, ঝিনাইগাতী থানা ইনচার্জ, মনিরুল আলম ভূঁইয়া, কৃষি অফিসার হুমায়ুন দিলদার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, আরো উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক তিনবারের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনা, শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম ফটিক, সদস্য সচিব শাজাহান বাবলু, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী লীগের কর্মীবৃন্দসহ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রণোদনা ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের বিনামলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, এবং উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, মোঃ হুমায়ুন দিলদার। উপজেলা কৃষকলীগ কর্তৃক আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com