বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে রমজানকে সামনে রেখে আগাম শশা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন কৃষকের রাঙ্গামাটির সাজেক “ট্র্যাজেডি” ফায়ার সার্ভিসের নির্দেশনা ও সুরক্ষা মানেননি ব্যবসায়ীরা নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায় ও প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা বাঘ সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রমে কয়রায় চিত্রাংকন প্রতিযোগিতা গৌরনদীতে তিন উপজেলার সাংবাদিকদের মানববন্ধন নগরকান্দায় হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দায়িত্বে অবহেলার পরও নিজের সুবিধায় বদলির চেষ্টা সভাপতি গোলাম মোর্শেদ, সম্পাদক আজমল হোসেন গজঘণ্টা হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বরিশালে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে ‘গার্ড অব অনার’

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এসএম ইকবালকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল আইনজীবী সমিতিতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় এসএম ইকবালের মৃতদেহ শেষ বিদায়ের জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হলে সেখানে প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার বিকেলে নগরীর অনামীলেনস্থ নিজ বাসভবনে মৃত্যুবরন করেন তিনি। এসএম ইকবাল বরিশাল পৌরসভার সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com