বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম ::
ফের সম্প্রচারে ফিরছে আফগান নারীদের ‘রেডিও বেগম’ মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধের জন্যই স্টারলিংক আসছে নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে আসুন আমরা এক থাকি: সেনাপ্রধান ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিতে পারে কোম্পানিগুলো গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করতেই পদত্যাগ করেছি : নাহিদ ১৬ বছর পর আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি গভীর রাতে দুবাই নারী ফুটবল দল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ৩ কাজ করা জরুরি

বরিশালে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে ‘গার্ড অব অনার’

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এসএম ইকবালকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল আইনজীবী সমিতিতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় এসএম ইকবালের মৃতদেহ শেষ বিদায়ের জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হলে সেখানে প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার বিকেলে নগরীর অনামীলেনস্থ নিজ বাসভবনে মৃত্যুবরন করেন তিনি। এসএম ইকবাল বরিশাল পৌরসভার সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com