গোপালপুর উপজেলার গরিল্ল্যা বিলের মাঝে খালের উপর নির্মাণ করা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ৩৬ ফুট দৈর্ঘ্যরে সেতু। যার দু’পাশে নেই কোনো সংযোগ সড়ক। সেতুর ১০০ ফুট অদূরে রেললাইন। পারাপার বিহীন এ সেতু মানুষের কোনো কাজেই আসছে না। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের জল্পনা কল্পনার শেষ নেই। জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামের গরিল্ল্যা বিলের মাঝের রাস্তায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের পাশে এ সেতু নির্মাণ করা হয়। সেতুটির এক পাশে কোনো সংযোগ সড়ক নেই। অপর পাশে ওঠার জন্য কিছু মাটি ফেলা আছে। দু’পাশে বিল। সেতুর আশপাশে কোনো জনবসতি নেই। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে জনস্বার্থে সেতুটি খালের উপর নির্মাণ করা হলেও আমাদের কোনো প্রয়োজনে আসে না। কারণ এদিকে কোনো মানুষের যাতায়াত নেই। সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে খালের উপর অযথা সেতুটি নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম বলেন, মাসখানেক আগে সেতুটি পরিদর্শন করেছি। বন্যার কারণে কয়েক মাস ধরে সংযোগ সড়ক তলিয়ে আছে। আরেকটি প্রকল্পের মাধ্যমে শুকনো মৌসুমে দ্রুতই সংযোগ সড়ক মেরামত করে মানুষের যাতায়াতের জন্য উপযোগী করে তোলা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত বলেন, সেতুটির দু’পাশে যদি কোনো সংযোগ সড়ক না থাকে তাহলে সেতুটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।