মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আর সেই শ্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল স্বরূপকাঠি পৌরসভায়। স্বরূপকাঠি উপজেলার মধ্যে জগন্নাথকাঠীতে প্রতিষ্ঠা করেন স্বরূপকাঠি উপজেলার কৃত্তি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা। মা-বাবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসার প্রতিদান স্বরূপ প্রতিষ্ঠা করেন ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্র। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবদি মানবতার সেবায় নিয়োজিত রয়েছে এই প্রতিষ্ঠান। শুরুতে আর্ত মানবতার জন্য শুধু চিকিৎসা ব্যবস্থা ছিল। বর্তমান সময়ে শুধু চিকিৎসা সেবাই নয় বরং হতদরিদ্র পরিবারের জন্য পরিধয় কাপড়ও দেওয়া হচ্ছে। এমনকি অস্বচ্ছল রোগীদের ঔষধের পাশাপাশি খাবারের পুষ্টির মান বজায় রাখতে ডিম ও দেওয়া হচ্ছে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে শনিবার শুরু হয় প্রতিষ্ঠানের কার্যক্রম। সকাল থেকেই হত দরিদ্র নারী পুরুষ আসতে শুরু করেন।আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ অধ্যক্ষ শাহ আলম। প্রধান আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ। প্রধান চিকিৎসক ছিলেন বরিশাল বিভাগের প্রধান ক্লিনিকাল প্যাথলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ আশিক দত্ত।সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় দুইশত রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি খাবার ও কাপড় বিতরণ করে সকলের প্রশংসা কুড়ায়। এ ব্যাপারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম উপস্থিত জনপ্রতিনিধি সহ রাজনীতিবিদ, শিক্ষক সমাজ ও সুশীল সমাজের সকলের উদ্দেশ্যে বলেন, “ ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্র “ আমাদের উপজেলার গর্ব। দলমত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়ায়। তিনি আরও বলেন, এভাবেই সমাজের হত দরিদ্র মানুষের জন্য এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি আয়োজক, প্রতিষ্ঠাতা ও আজকের অনুষ্ঠানের সভাপতি ড. রেবেকা সুলতানা বলেন, আমি আমার মা বাবা-মার জন্য প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। আমার স্বপ্ন ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্র হবে উপজেলার রোল মডেল। সকলের আর্শীবাদ নিয়ে আমাদের পরিবার সবেমাত্র শুরু করা হয়েছে। সকলের দোয়া ও ভালবাসার স্থান হবে ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্র।