মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

ইন্দেরহাটে মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে জেপির মতবিনিময়

নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

গ্রামের রাজনীতির পাশাপাশি জেলা, উপজেলা কিংবা জেলা শহরের রাজনীতি কঠিন ও জটিল সমীকরণ নিয়ে চলছে বাংলাদেশের রাজনীতির। আর সেই সূত্র ধরেই দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে একটা নির্বাচনী আমেজ শুরু হয়েছে। যদিও বর্তমান সময়ে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে বহু দেনদরবার সহ তর্ক বির্তক কম হয়নি। অবশ্য সর্বশেষ তথ্য অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ নমনীয় হয় মহাজোটের শরিকদের সাথে। আর সেই কারণে চলতি সময়ে পিরোজপুর-২ আসেন মহাজোটের প্রার্থী জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জুর দলের নির্বাচনী প্রতিক হয় নৌকা। অর্থাৎ মহাজোট প্রার্থীরা এবারের সংসদ নির্বাচন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। আর সেই কারণে গত দুই দিন ধরে স্বরূপকাঠি উপজেলার মধ্যে জাতীয় পার্টি জেপির রাজনীতির মাঠ দারুণ সরগরমে পরিনত হচ্ছে। বাদ যাচ্ছে না পিরোজপুর-২ আসনের মধ্যে ভান্ডারিয়া-কাউখালি ও স্বরূপকাঠি উপজেলায়।গতকাল সোমবার কলেজিয়েট একাডেমির মিলনায়তন কক্ষে মতবিনিময় সভা শুরু করে উপজেলা জেপি। স্থানীয় রাজনীতির মাঠে চাঙা ভাব পরিলক্ষিত হচ্ছে নৌকা প্রতিক মৌখিক ভাবে পাওয়ার পর পরই। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা গনমাধ্যম কর্মীদের বলেন, সর্বজন স্বীকৃত বাংলাদেশের মধ্যে প্রধান বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর জনপ্রিয় দল হল বিএনপি। যদিও দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি সহ ইসলামি ঐক্য জোট, জামায়াতে ইসলামী দল, নাজিউর রহমানের জাতীয় পার্টি সহ বহ দল নির্বাচন বর্জন করে। আর সেই কারণে নির্বাচন মাঠ গরম করার জন্য আওয়ামী লীগ নির্বাচনী ছাড় দিতে বাধ্য হয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে উপজেলা জেপির নির্বাচনী মাঠ দারুন গরম। সকাল থেকেই নেতা কর্মীরা দারুণ সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে যত্রতত্র ভাবে। কর্মী দের একত্রিত করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে উপজেলা জেপির প্রধান মোঃ নাজমুল ইসলাম সাঈদ সহ মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ নুরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, মিল্টন বাহাদুর, মোঃ মাইনুল ইসলাম মানু, মোঃ মিজানুর রহমান চান, মোঃ আঃ হালিম প্রমুখরা। আজকের অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন সহ জাতীয় দৈনিক পত্রিকা আলোর সময়ের প্রকাশক ও সম্পাদক এ কে আজাদ প্রমুখ। এদিকে বর্তমান সময়ে আওয়ামী লীগের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। অর্থাৎ নৌকার বিপক্ষে সতন্র প্রার্থীর ছড়াছড়ি। আর সেই কারণে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে একটা মহা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। অপরদিকে বাস্তবতার স্বার্থেও মহাজোটের কাছে নীতি গত ভাবে নমনীয় হতে বাধ্য হয়েছে। অবশ্য সুশীল সমাজের লোকজন গণমাধ্যম কর্মীদের বলেন, মহাজোট প্রার্থীর পাশাপাশি নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থীরা মাঠে রয়েছে। তাই কপালে ভাজ পড়তে শুরু হয়েছে নৌকা কিংবা মহাজোট প্রার্থীদের। অবশ্য এতকিছুর পরেও আওয়ামী লীগ কঠিন চ্যালেঞ্জ নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সামনের দিকে আগাচ্ছে। রাজনৈতিক সমীকরণ নিয়ে দারুণ ব্যাস্ত সময় পার করছে। অবশ্য জেপির মতবিনিময় সভা নিয়ে দারুণ খোশমেজাজে রয়েছে স্বরূপকাঠি উপজেলার জেপির রাজনীতি। মাঠ পর্যায়ে দলের প্রয়োজনে নৌকার পক্ষে সাধারন মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের রাজনীতির মেরুকরণ নিয়ে উপজেলা আওয়ামী লীগ দারুণ সক্রিয়। নৌকার পক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপির নেতা কর্মীরা। আর সেই কারণে কলেজিয়েট একাডেমির নিজস্ব অড়িটিয়ামে আজকের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা দারুণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
আজকের অনুষ্ঠানে তিল ধারনের ঠাই নেই জেপিট মতবিনিময় সভায়। আজকের অনুষ্ঠানের পাশাপাশি নৌকার সমর্থকরা ঐতিহ্য নিয়ে নির্বাচনী প্রচারণায় দারুণ আন্তরিক। সর্বশেষ তথ্য অনুযায়ী আজকের নির্বাচনী মতবিনিময় সভায় স্বরূপকাঠি উপজেলার গর্ব ও জেপির নেতা মোঃ ফেরদৌস লাকী ভাইর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন। আজকের মতবিনিময় সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোহাগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলফাজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। আজকের অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন মোঃ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় স্থানীয় ও জেলার বহু গন মাধ্যম কর্মীরা উপস্থিত




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com