শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত বেরোবিতে চাকরি হল শহীদ আবু সাঈদের বোনের সাহিত্যে নোবেল জিতলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২৪ ঘণ্টার মধ্যে সাবের হোসেন কীভাবে জামিনে মুক্তি পেলেন, প্রশ্ন রিজভীর এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব (মিনার) দেশে বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম ব্যাপার: মন্দিরা চক্রবর্তী টানা ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা : তারেক রহমান ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিয়েছে বলিভিয়া বিএনপির সভামঞ্চে সবাই যেন আওয়ামী লীগ নেতাকর্মী!

বোয়ালমারীতে মানসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা

হাসান মাহমুদ মিলু (বোয়ালমারী) ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্প এর আওতায় ‘‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প-এর উদ্যোগে ২০ ডিসেম্বর ফরিদপুর জেলার বোয়ালমারীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর কার্যালয়ে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হবে। বাজার সংযোগ সভায় বক্তব্য রাখেন এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান (কচি), সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও এসডিসি’র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, উপ-পরিচালক (অডিট এ- মনিটরিং) খন্দকার নজরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক শাহিন আলম, আরএমটিপি প্রকল্পের ফাইন্যান্স, এডমিন এ- প্রকিউরমেন্ট অফিসার স্নিগ্ধা আক্তারীসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা। এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, এই প্রকল্পের আওতায় উৎপাদিত সরিষার তেল খুবই মানসম্মত। আধুনিক পদ্ধতিতে ফিল্টারিং করে বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন এবং ফুড গ্রেড বোতলে বায়ুরোধক ক্যাপ দ্বারা তেল বোতলজাত করা হয়। এছাড়া বিএসটিআই হতে মান ও বিক্রয় সনদপ্রাপ্ত। এই সরিষার তেলে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে। তাই স্বাস্থ্য সুরক্ষায় যে কেউ এই সরিষার তেল ব্যবহার করতে পারবে। বাজার সংযোগ সভায় উপজেলার প্রায় অর্ধশত মুদি দোকানদারেরা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com