জামালপুর সদর উপজেলার নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ৪০তম বিসিএস (স্বাস্থ্য) সড়ক দূর্ঘটনায় নিহত ডাঃ হাফিজুর রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার ৫লাখ টাকার চেক নিহত ডাক্তার হাফিজের বাবা, মায়ের হাতে হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ডাঃ হাফিজের বাবা দুলাল ফকির ও মা হাজেরা বেগমসহ স্বাস্থ্যবিভাগের কর্মীবৃন্দ। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গত ৮ অক্টোবর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন জামালপুর পৌর এলাকার ছনকান্দায় ট্রাক চাপায় নিহত হন দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মানবিক চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান। ঘাতক ট্রাক পরিবারের স্বপ্ন ভেঙ্গে মাত্র ১০মাসের চাকরি জীবনের অবসান ঘটিয়ে শোকের সাগরে ভাসায় অসহায় বাবা, মা ও স্ত্রী, সন্তানের। জানা যায় ঘাতক ট্রাক চালক ও মালিককে কোন প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হয়নি। নিহত হাফিজের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন টাক আমার জানের টুকরা কাইড়া নিছে। কোন বিচার পাই নাই। ওগোর শাস্তি না অইলে আমার হাফিজের মতো আরো অনেক বাপ, মায়ের বুক খালি অবো।