দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম। বুধবার দুপুরে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে নিয়ে ওই প্রচারনা শুরু করেন। জানা যায়, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম দল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো লাঙ্গল প্রতীক মনোনয়ন পেলেন। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য। এই আসনে তিনি আরো তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। এনিয়ে মোট চার বার লাঙ্গল প্রতীক পান তিনি। তবে এই আসনে তার জন্য তিনবার নৌকা প্রতীক পেয়েও জোটের স্বার্থে ছেড়ে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। যে কারনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ফখরুল ইমাম আবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করছেন নেতাকর্মীসহ সাধারন মানুষ। এর আগে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট খালেকুজ্জামানকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন তিনি। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন উপজজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন তার স্ত্রী কানিজ ফাতেমা, কেটলি প্রতীক নিয়ে লড়ছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, এছাড়াও আম প্রতীক নিয়ে লড়ছেন ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল্লাহ আল মামুন।