ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুসহ পাঁচ চোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ওই চোরদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃত চোরদের কোর্টে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে শামছুল হক(৫৪) প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে বাড়ির গোয়াল ঘরে তিনটি গরু রেখে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে একটি চোরচক্র ওইদিন রাতে শামছুল হকের গরুগুলো নিয়ে যায়। এদিকে বুধবার সকালে শামছুল হক ঘুম থেকে উঠে দেখে তার গোয়ালে গরু নেই। পরে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পাওয়ার পর অভিযানে যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। সেই অভিযানে শামছুল হকে গোয়াল ঘর থেকে চুরি করে নেওয়া গরু চোরদের একজন মিজানুর রহমানকে আটক করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যমতে বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে গরুসহ বাকিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার বড় ডাংরী গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আলী আগবর(৫০), কুমরাশাসন গ্রামের আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান(২৬), নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার নাইহাটি গ্রামের মৃত আলী উসমানের ছেলে সোহেল মিয়া(৩৮), একই উপজেলার চিরাম গ্রামের সাজেদুর রহমানের ছেলে জাহিদ হাসান বরকত(২২) মোস্তফা কামালের ছেলে মেহেদী হাসান মুরাদ(৩৩)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, গরু মালিকের অভিযোগের পর অভিযান পরিচালনা করে গরুসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের মামলা দিয়ে বুধবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।