চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি বলেছেন, উন্নয়ন কর্মকা-ের কৃতজ্ঞতা স্বরূপ নৌকা প্রতীকে ভোট দিতে হবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় না আসলে দেশটা জঙ্গিবাদীদের দেশ হয়ে যাবে, দেশে সন্ত্রাসের ছেয়ে যাবে, মুসলমানরা মসজিদে যেতে পারবেননা, হিন্দুরা মন্দিরেও যেতে পারবেননা, বাজারেও যেতে পারবেননা, চাঁদাবাজি বেড়ে যাবে, টেন্ডারবাজি বেড়ে যাবে, তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে নৌকা প্রতীকের সমর্থনে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আমি ১০ বছর আপনাদের সেবা করেছি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা- আপনাদের দুয়ারে, দুয়ারে পৌঁছে দিয়েছি, এসব উন্নয়ন অগ্রযাত্রার সারথি হতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনুন তাহলেই এসব উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাকে আবারও এমপি নির্বাচিত করলে বিগত দশ বছরের মত আগামী পাঁচ বছর শান্তিতে থাকবেন। ড. নদভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে সাতকানিয়া-লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তাই এসব উন্নয়ন কর্মকা-ের কৃতজ্ঞতা স্বরূপ নৌকা প্রতীকে ভোট দিতে হবে, নাহলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তায়ালা বলেছেন আপনার আমানত যোগ্য ব্যাক্তিকে প্রদান করুন, আমি আপনাদের দশ বছর সেবা করেছি। আবু রেজা নদভী বলেন, চরতিতে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে আমার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এসময় আমার কর্মী সমর্থকরা মানব ঢাল হয়ে তাঁকে বাঁচিয়েছে, এসময় ১৮ জন আহত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান এর কিডনিতে আঘাত লেগে কিডনি নষ্ট হয়ে গেছে। এমপি নদভী বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এমপি হলে সাতকানিয়া-লোহাগাড়ায় ১২-১৪ জন এমপি হবে তখন ব্যাবসায়ীরা ব্যাবসা করতে পারবেন না, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ শান্তিতে ঘুমাতেও পারবেননা, ব্যাবসাও করতে পারবেনা, সেজন্যে আগামী ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহমদ হোসেন এর সভাপতিত্বে ও নলুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, সদস্য মাস্টার দেলোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এটিএম সাইফুল আলম সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।