উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্? (ক.) মাইজভান্ডারীর ১১৮ তম বার্ষিক ওরস শরীফের প্রধান দিবস গতকাল বুধবার মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বার্ষিক ওরস শরীফে আগত আশেকানে ভক্তদের বিভিন্ন ক্যাম্পে চলছিল মাইজভান্ডারী গান ও কাওয়ালী। রাতে বিভিন্ন ক্যাম্পে যার যার ইচ্ছা মতো গাইতে ছিল… দেখে যারে মাইজভান্ডারে, দেখে যারে, মাইজভান্ডারে চলছে কতো নুরের খেলা, সৈয়দ আহমদ উল্লাহ্? (ক.) বসাইছে নুরের মেলা…। এ ধরনের আধ্যাত্বিক মাইজভান্ডারী গানে মুখরিত ছিল মাইজভান্ডার দরবার শরীফ। এমন দৃশ্য ছিল গতকাল সকাল হতে গভীর রাত পর্যন্ত। এদিকে ওরস উপলক্ষে মাইজভান্ডার শরীফে হযরত আহমদ উল্লাহ (ক.) রওজা সহ অন্যান্য রওজা এবং মঞ্জিল গুলোতে আলোক সজ্জা ও সমগ্র মাইজভান্ডার শরীফের বিভিন্ন মঞ্জিল থেকে সড়ক ছিল সি.সি. ক্যামরার আওতায়। এ উপলক্ষে মাইজভান্ডর দরবার শরীফে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেকানে মাইভান্ডারী ভক্ত প্রচন্ড শীত উপেক্ষা করে লাখো ভক্তের সমাগম ঘটে। ভক্তরা তাদের সাথে নিয়ে আসা গরু ও মহিষ নিয়ে বাদ্য বাজনার মাধ্যমে মাইজভান্ডারী গান পরিবেশন করতে করতে প্রবেশ করার মুহুর্ত ছিল এক অনাবিল আনন্দের। পরে ভক্তরা সকল রওজা জেয়ারত করে বিভিন্ন মঞ্জিলে গিয়ে শাহ্জাদাদের সাথে সাক্ষাৎ করে দোয়া কামনা করতে দেখা যায়। গাউছিয়া রহমান মঞ্জিলে বিভিন্ন কর্মসূচি শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়দ গোলামুর রহমান (ক.)মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর পৌত্র শাহ্?জাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল মাইজভান্ডারী। এসময় একমাত্র সন্তান শাহাজাদা সৈয়দ নুরুল বশর আলহাচানী আল মাইজভান্ডারী সহ আশেকানে ভক্তরা উপস্থিত ছিলেন। অপর দিকে দরবার শরীফের শাহ এমদাদিয়া ও হক মঞ্জিলসহ বিভিন্ন মঞ্জিলের পক্ষ হতে পৃথক ভাবে সৈয়দ আহমদ উল্লাহ (ক.) রওজা শরীফে গোসল,খতমে কোরআন, খতমে গাউছিয়া, রাতে মিলাদ মাহফিল, জিকির,আজগার শেষে বিশ্ব উম্মার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত করা হয়। বার্ষিক ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ করতে আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফটিকছড়ি থানার ওসি সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। দায়িত্বে থানা ও হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন মঞ্জিলের সেচ্ছাসেবক বাহিনী ছিল তৎপর। ফলে লাখো ভক্তের মিলন মেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বার্ষিক ওরস সুন্দর ভাবে সম্পন্ন হয়।