চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে একটানা ১৫ ঘন্টা অভিযান পরিচালনা করেছে ফটিকছড়ি প্রশাসন। বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ৩টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় ফটিকছড়িতে উপজেলা প্রশাসন এর অভিযানে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক দাতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক, নারায়ণহাট এলাকায় হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষ এর ১টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) জনাব এ টি এম কামরুল ইসলাম। এসময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সাধারণ জনগণ এবং স্থানীয় জন-প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন।