হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চলের অধীনে বারবাজার হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে”- অনুষ্ঠিত হয়। বারবাজার হাইওয়ে থানায় মঙ্গলবার বেলা ১২ টায় অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে খুলনা অঞ্চলের অধীন যশোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই মোঃ আদম আলী, এস আই ফজলুর রহমান এবং মহাসড়কে চলা ট্রাক, বাস, মিনিবাস, প্রাইভেট এবং মাইক্রোবাসের প্রায় শতাধিক চালকগণ।উক্ত অনুষ্ঠানে মহাসড়ক নিরাপদ রাখতে চালক এবং পুলিশ সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত চালকদের মধ্যে বক্তব্য রাখেন,কালীগঞ্জ মাইক্রো ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, শহিদুর রহমান এবং ইউসুফ বিশ্বাস। এসময় সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান বলেন,মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাসড়ক ব্যাবহার করা থ্রী হুইলার যানের প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, দূর্ঘটনা এড়াতে মহাসড়কে এইধরনের যান চালানো যাবে না। আইন অমান্য করে মহাসড়কে চলাচলকারী যানের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যাবস্থা।মহাসড়কে নিরাপদে চলতে তিনি সকলের সহযোগিতা এবং একসাথে কাজ করার অহ্বান জানান।