মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

নরসিংদীতে শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ” গ্রন্থের প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিকভাবে নরসিংদীর আঞ্চলিক ভাষায় মুদ্রিত নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন স্থানীয় এই তিনটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আমিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হকর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)র সাবেক মহাপরিচালক বাংলাভিশনর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিকী। ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসাইন মুরাদর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা মাওলানা ডা অছিউদ্দীন আহমদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য সাজ্জাদ হোসেন কাঞ্চন, খোরশেদ আলম, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুহিন ভূঁইয়া, সাংবাদিক এসএম শরীফ, কিশোর উদয়ন স্টার ক্লাবর সভাপতি মো: রাসেল খন্দকার, আদর্শ ছাত্র সংঘের সভাপতি মোজাম্মেল হক ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউসার, রবিন গাজী, তোফাজ্জল হোসেন, সুমন সালাউদ্দিন, খন্দকার তমাল শামীম প্রমূখ। নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বহুগুণে গুণান্বিত নরসিংদীবাসীর অহংকার আদর্শ ছাত্র সংঘর সাবেক সভাপতি, দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনর সভাপতি, নরসিংদীর শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক এই ফখরুল হাসান। এর আগেও গতবছর তার লেখা মেঘনার পাড়ে রায়পুরা’ বই প্রকাশিত হয়। লেখকের দ্বিতীয় গ্রন্থ হিসেবে প্রকাশিত নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ নরসিংদীর আঞ্চলিক ভাষায় মুদ্রিত এই বইয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নরসিংদীর মানুষের মৌলিক ভাষা সম্পর্কে অবহিত করবে। আমাদের পূর্বপুরুষরা যে বাসায় কথা বলে গেছেন তা আজ হারিয়ে যেতে বসেছে।
সেই হারিয়ে যাওয়া ভাষা থেকে সব একটি একটি করে শব্দ তুলে এনে গ্রন্থে লিপিবদ্ধ করেছেন লেখক। আমরা হয়তো থাকবো না কিন্তু লেখকের এই লেখা আগামী প্রজন্মের কাছে আমাদের পূর্বপুরুষদের মুখের ভাষা, তারা কোন ভাষায় কথা বলতো কিভাবে কথা বলতো সে সেটা তুলে ধরবে। গ্রন্থে নরসিংদীর প্রত্যেকটি ইউনিয়নের মানুষের মৌলিক ভাষা তুলে ধরা হয়েছে। সে জন্য লেখককে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে লেখক ফখরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com