রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, সমাজের কল্যাণেই সাংবাদিকরা আরো বেশি ভূমিকা রাখতে হবে। তাই দেশের ও সমাজের সুনাম ক্ষুন্ন হয়, এমন সংবাদ পরিহার করতে হবে। তিনি গতকাল ১২ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় নগরীস্থ পাথরঘাটাস্হ ইকবাল ভিলায় মতবিনিময়কালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য জাহেদুল আলম, আজীবন সদস্য তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ক্রীড়া সংগঠক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সহ-সাধারণ জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কে এম, বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এ. কে বাবর, দপ্তর সম্পাদক মো. ইরফাত হোসেন চৌধুরী, সদস্য জুয়েল বড়ুয়া, সাইফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে এবিএম ফজলে করিম চৌধুরীর হতে রাউজান প্রেস ক্লাবে বর্ষপঞ্জিকা তুলে দেওয়া হয়।