২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬,১৯৩ টি বিদ্যালয়ে জাতীয়করণ করার পর তালিকা বহির্ভূত এবং ২৭/০৫/২০১২ পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মসূচীতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই উপলক্ষ্যে ১৮/০৫/২০২৪ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলানায়তনে সংগঠনের সভাপতি মামুনর রশিদ খোকন এই কর্মসূচীর ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ আ স ম জাফর ইকবাল, বিশেষ অতিথি কামাল হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী লিটন, মনি মোহন বসু, তামান্না ইয়াছমিন, নুর ইসলাম ও সালাউদ্দিন সহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এবং সরাদেশ থেকে আগত শিক্ষকবৃন্দ। তাদের দাবি জাতীয়করণকৃত বিদ্যালয়ের ন্যায় নীতিমালার আলোকে সকল কাজপত্র ও অবকাঠামো ছাত্র/ছাত্রী থাকাসহ সকল শর্তাদি পূরণ করার পরও আজও তারা জাতীয় করণ থেকে বঞ্চিত। এর আগে সংগঠনটি ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২২ সালে ২ দিন এবং সর্বশেষ ২০২৩ সালে ১৭ দিন অবস্থান কর্মসূচী ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছিল। সরকারি তরফ থেকে বার বার আশ্বস্ত করার পরও এখন পর্যন্ত জাতীয়করণের কোন কার্যকরি উদ্যোগ না নেওয়ায় আবারো এই কর্মসূচীর ঘোষণা করেন। তাদের বিশ্বাস এই কর্মসূচীর মধ্য দিয়ে এই শিক্ষা বান্ধক সরকার এই বাজেটে তাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিবেন।