নীলফামারীর ডোমার বিএডিসির ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের ২শ একর জমিতে সবুজ সার ধৈঞ্চা রোপন করেছে ডোমার বিএডিসি খামার। খামারটিতে ভিত্তি বীজ আলু উৎপাদনের পরপরেই রোপন করা হয় এই সবুজ সার ধৈঞ্চা। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিয়া জানান, প্রতিবারের ন্যায় এবারও বীজ আলু উত্তোলন শেষে ডোমার বিএডিসি খামারে উত্তপ্ত খর তাপ উপেক্ষা করে বিশেষ উদ্যোগ নিয়ে ২শ একর জমিতে সবুজ সার ধৈঞ্চা চাষ করা হয়েছে এতে জমির উর্বরতা বাড়বে ফসলের রোগবালাই কমবে। সবুজ সার জৈব পদার্থ যোগ করে মাটিকে উর্বর করে এবং মাটির ভৌত গুণাবলির উন্নতি সাধন করে। অধিকাংশ সবুজ সার ফসল লিগিউমজাতীয়। তাই সহজেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সহায়তায় বায়ুমন্ডলের নাইট্রোজেনকে শিকড়ের নডিউলে জমা করতে পারে। গাছ জীবিত অবস্থায় তা নিজেই গ্রহণ করে। তবে মারা যাওয়ার পর জমাকৃত নাইট্রোজেন জমিতে মিশে যায়, ফলে পরবর্তী আবাদি ফসলে নাইট্রোজেন সার অনেক কম লাগে। সবুজ সার ফসল গভীরমূলী হলে মাটির গভীর স্তর থেকে খাদ্যোপাদান পরিশোষণ করার পর মাটির উপরিভাগে এনে দেয়। জৈব পদার্থ যোগের মাধ্যমে সবুজ সার মাটির অভ্যন্তরের উপকারী অনুজীবের বংশবিস্তারসহ এদের কার্যকারিতা বৃদ্ধি পায়। জমির খাদ্যোপাদানসমূহকে সংরক্ষণ করে। সবুজ সার জৈব পদার্থ বিয়োজনের সময় উৎপাদিত জৈব এসিড ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। ফসল বিন্যাসের ক্ষেত্রে সবুজ সার ফসল সহজেই খাপ খাইয়ে নেয়। আগাছা দমনেও সহায়তা করে।