সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে জগন্নাথপুর মিলেনিয়াম মার্কেট এলাকায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে ছাগল বিতরণ করেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, গরীবের বন্ধু, কারানির্যাতিত, জননন্দিত জনতার নেতা আশরাফুল হক সুমন। এসময় ছাগল নিতে আসা অসহায়-দরিদ্ররা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাগল পেয়ে আমরা অনেক খুশি। আমরা গরিব মানুষ, বাজারে মাংসের অনেক দাম বেশি, মাংস কিনে খাওয়া সম্ভব নয়। গরীরের বন্ধু আশরাফুল হক সুমন সব সময় আমাদেরকে সাহার্য- সহযোগিতা করেন। তিনি অসহায়- গরীবদের বন্ধু। ঈদ উপলক্ষ তার দেওয়া ছাগল পেয়ে আমাদের মনের মধ্যে অনেক আনন্দ লাগছে। অন্তত দু-তিন বেলা তৃপ্তি করে মাংস দিয়ে খেতে পারব। সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, গরীবের বন্ধু, জননন্দিত জনতার নেতা আশরাফুল হক সুমন জানান, আমার প্রবাসী বন্ধুর পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে এই ছাগল বিতরণ করা হয়েছে। এই মানবিক কর্মসূচি আমার প্রবাসী বন্ধুর পক্ষ থেকে ভবিষ্যতেও চলবে। এবং আগামী দিনে আরও বেশি সংখ্যক পরিবারকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশরাফুল হক সুমন জানান।