রংপুরের পীরগাছা উপজেলার পঞ্চান্ন আশ্রায়ন সহ জেলার বিভিন্ন আশ্রায়নের ২১ হাজার গাছের চারা বিতরন করলেন রংপুর জেলা প্রশাসন। সহযোগিতা করেছেন টিএমএসএস। পীরগাছার পঞ্চান্ন আশ্রায়নে গাছের চারা রোপনের কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মবর্তা নাজমুল হক সুমন, সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, টিএমএসএস এর যুগ্ন পরিচালক মো: সাজ্জাদুর রহমান। উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, উপজেলা প্রকৌশলি মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সানোয়ার মোরশেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ,পীরগাছা, প্রিয়াংকা ব্যানাজী তথ্যসেবা কর্মকর্তা, তথ্য আপা প্রকল্প (২য় পর্ব) তথ্য কেন্দ্র,পীরগাছা, রংপুর প্রমুখ সহ টিএমএসএস এর কর্মবকর্তা সহ অন্নদানগর ইউপিচেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। রংপুর জেলা প্রশাসক মোবাশে^র হাসান বলেন, জেলার বিভিন্ন আশ্রয়নে ২০ হাজার পেঁপে চারা বিতরণ করা হয়েছে এছাড়াও পীরগাছা উপজেলার পঞ্চান্ননে ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।