র্যাব ১২ সদর কোম্পানির অভিযানে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি মো: শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মো: ফারুক হোসেন বিপিএম, পি পি এম এর চৌকস বুদ্ধিদীপ্ততায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারই ধারাবাহিকতায় মো: ফারুক হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব ১২ এর দিক নির্দেশনায় রোববার (৩০ জুন) দিনগত রাতে ১টা ৫৫ মিনিটে র্যাব- ১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র্যাব- ১৪ ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গা এলাকায় একটি অভিযান করে বগুড়া জেলার শাহজাহানপুর থানার মামলা নং- ২৬(৭) ১৩ জি আর নং ১৬৩/১৩ ধারা ৩৯৬ পেনাল কোড এর খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওরেন্টভুক্ত ০১ জন আসামিকে গ্রেপ্তার করে। আসামি সিরাজগঞ্জ জেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম(৩৪) ।অধিনায়ক মো: ফারুক হোসেন বিপিএম, পিপিএম বলেন ,দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে র্যাব। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণের বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারের র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।