গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৪ ব্যাচের আয়োজনে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যের আলোকে ১শ’ শিক্ষার্থীর মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য মুকিতুর রহমান রাফি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোকাররম হোসেন রানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, এরম-ই জুলফিকার কবির, রেজাউল করিম ও গোলাম রব্বানী রানু, আমেরিকা প্রবাসী অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী একেএম টি ইসলাম বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল আকন্দ, ইট ভাটা ব্যবসায়ী হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা সজীব ইসলাম ও ওয়ালিদ প্রমুখ। অত্র বিদ্যালয়ের এস.এস.সি-২০১৪ ব্যাচের শিক্ষার্থী সানোয়ার হোসেন দিপু’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলিউর রহমান অলি। এছাড়াও ওই দিন বিকেলে পৌর শহরের ১নং ওয়ার্ডের বোয়ালিয়া হাজীপাড়া জামে মসজিদের ২তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন, উক্ত মসজিদ কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।