মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

নগরকান্দায় শামা ওবায়েদ সহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা!

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (দুজনের পদই স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট বুধবারের সংঘর্ষে বাবুল গ্রুপের সমর্থক উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া(৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়। কবির ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনকে আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম(৪৪) বাদী হয়ে শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (২৪ আগস্ট) এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ -সভাপতি আলমগীর হোসেন বকুল, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব, হেলালউদ্দীন হেলাল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফসহ মোট ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার (২১ আগস্ট) নগরকান্দা উপজেলা সদরের তেলের পাম্প, ছাগলদীর মোড়, কুমার নদের বেইলী ব্রীজ ও জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ঢাল সড়কি, রামদা ছ্যানদা, বল্লম, চাইনিজকুড়াল, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সংঘর্ষে কবির ভূইয়া(৫৫) নামের একব্যক্তি নিহত হয় এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ীঘর, দোকানে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। তারই সূত্রধরেই নিহতের স্ত্রী এই মামলা দায়ের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com