জামালপুরের ইসলামপুর উলিয়া-মাহমুদপুর যাওয়ার ও নোয়ারপাড়া- হাড়গিলা বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ, বন্যার পর রাস্তাটি দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় এলাকাবাসী ও যান চলাচলের চরম দূর্ভোগে পরতে হচ্ছে এবং বিভিন্ন সময়ে যানবাহন দূর্ঘটনায় পড়ে মানুষ আহত হচ্ছে। এ পরিস্থিতি দেখে স্থানীয়রা নোয়ার পাড়া ইউনিয়নের একাব্বর মাস্টারের বাড়ি নিকট ব্রিজ এপ্রোজ থেকে উলিয়া গ্রামীন ব্যাংক পর্যন্ত রাস্তা, গ্রামীন ব্যাংক স্পট থেকে সোনামুখী হয়ে একাব্বর মাস্টার বাড়ি পর্যন্ত রাস্তা এবং হাড়গিলা সাহেব বাজার সংলগ্ন রাস্তার গর্ত ভরাটসহ বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তায় মেরামতের কাজের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী ।
এ ব্যাপারে সাবেক নোয়াড়পাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল,শাহজাহান,জাকিউল ও চান মিয়াসহ এলাকাবাসী উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
ই-খ/খবরপত্র