সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা, নষ্ট হচ্ছে কোটি টাকার জলজ সম্পদ ফটিকছড়িতে রুবেল স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুকুর পাড়া একাদশ” চ্যাম্পিয়ন জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন গলাচিপায় দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতের কম্বল বিতরণে ইউএনও শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ শুরু করেছে সুফিবাদী ঐক্য ফোরাম শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান জেলা শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত হলেন ওসি কাইছারসহ ৩ কর্মকর্তা রাতে বাড়ি-বাড়ি কম্বল বিতরণ মনিরুল সভাপতি ও মাহবুব সম্পাদক নির্বাচিত ২০২৫ সনের কমিটি গঠন উপলক্ষে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ ও মানুষ মানুষের জন্য সংগঠন

ফারুকীর সিনেমা দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

অবশেষে আজ শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্তর্র্বতী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। এর মুক্তিকে সামনে রেখে বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও।
সিনেমার কলাকুশলীদের সঙ্গে তিনি উপভোগ করেন ‘৮৪০’। স্ত্রীকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমাটি উপভোগ করে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন সৈয়দ আহমেদ মারুফ। ফেসবুকে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার বার্তাও দেন তিনি।
সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তাফা ফারুকীর সাথে তার সিনেমা ‌‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর প্রিমিয়ারে। আমরা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টিভি চ্যানেল নিয়ে কাজ করব।’ ‘৮৪০’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী শাসনামলের পতনের পর, ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণে রূপ দিতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ কূটনৈতিক কৌশল বেশ প্রশংসা পাচ্ছে। যার ফলাফল, মাত্র চার মাসের মাথায় দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগসহ নানারকম উন্নতি ঘটছে সম্পর্কে। পাশাপাশি দুই দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতেও ভূমিকা রাখছেন সৈয়দ আহমেদ মারুফ। গেল নভেম্বর ঢাকার হোটেল লে মেরেডিয়ানের লবিতে রাখা রিকশা চালিয়ে আলোচনায় আসেন পাকিস্তানের এই কর্মকর্তা। রিকশা চালানোর একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তাকে দেখা যায় স্ত্রীকে রিকশায় বসিয়েছেন যাত্রী হিসেবে, নিজে সেজেছেন চালক। ভিডিওতে তার মুখে ‘রিকশায় চড়ে কোথায় যাবে বেগম?’ সংলাপে বেশ মজা পেয়েছেন বাংলাদেশ-পাকিস্তানের নেটিজেনরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com