মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকল পর্যায়ের পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মহসিন মিয়া মধু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ কার মাইক্রো বাসস্ট্যান্ডে শীতবস্ত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা মহসিন মিয়া মধু। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক নারী সদস্য বিএনপি নেত্রী হেলেনা চৌধুরী, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মীর এম এ সালাম, বিএনপি নেতা ফারুক মিয়া, পরিবহন শ্রমিক সংগঠন ১২২৩ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক মিসির আলি, পরিবহন শ্রমিক নেতা নুরু মিয়া, কিসলু মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।