জেলায় শিশু নির্যাতন প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল, জেলা ইমাম সমিতির আহবায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: ওয়াকিউজ্জামান, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো: জাকারিয়া,তাযকিয়াতুল উম্মাহ মাদরাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা মো: তাজুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মো: বেলাল হোসাইন। কর্মশালায় মসজিদের ইমাম, ইফার গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কওমী মাদ্রাসার শিক্ষক, গণমাধ্যমকর্মী, আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিশু নির্যাতন বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ছেলে-মেয়েদের ক্ষেত্রে বৈষম্যমূলক মনোভাব দূর করে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি প্রত্যেক অভিভাবককে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। এছাড়া শিশুদেরকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে অভিবাবকদের মারমূখী আচরণ পরিহার করতে হবে।