রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঝুঁকির মুখে সুইসগেট, সেতু, চা-বাগানের প্লান্টেশন এলাকা তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গায় জোরপূর্বক মাছের সেড নির্মাণের অভিযোগ নতুন বছর উপলক্ষে পৌরসভার ৫নং ওয়ার্ডে যুবদলের আলোচনা সভা আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন চট্টগ্রামে ডিসি পার্কে ফুল উৎসব শুরু স্বামী পাতি তুলে পরিবাবের সাবাই মিলে হামা বাঁশের চাটাই বানাই জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মৌলভীবাজারের মুজাহিদ বুলবুল এখন দেশের ইসলামী সংগীতের তারকা শিল্পী ফটিকছড়ির কাঞ্চননগরে পর্দা উঠল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের

কালীগঞ্জে খেজুর রস গুড়ের কারিগর গাছিদের নিয়ে সমাবেশ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

খেজুর রস আর গুড় ছাড়া যেন শীতকাল পানসে লাগে। সেই রস গুড়ের বড় একটি অংশ উৎপাদন হয় দেশের দক্ষিণের জেলা ঝিনাইদহে। প্রতিবছর ঋতু পরিক্রমায় শীত এলেই রস সংগ্রহে সবচেয়ে ব্যস্ত হয়ে পড়েন এ জেলার গাছিরা। মূলত তারাই রস গুড তৈরির প্রধান কারিগর। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা নির্ভেজাল খাঁটি রসগুড় পেতে চাইলেও কখনো খোঁজ রাখি না এর কারিগর সংগ্রামী সব গাছিদের। কিন্তু ঝিনাইদহ জেলার ঐতিহ্য খেজুরের রস গুড় উৎপাদনের কারিগরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে সম্মানিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক সমাবেশ। কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ ডিসেম্বর বিকেলে কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গাছি সমাবেশের আয়োজন করা হয়। উক্ত গাছি সমাবেশে সাবেক ইউপি সদস্য শাজাহান মোল্ল্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক খাইরুল হক, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সত্যজিৎ বিশ্বাস, আনসার মোল্ল্যা, প্রমুখ। গাছি সমাবেশ সঞ্চালনা করেন কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কাজী এমদাদুল হক এমদাদ। উক্ত সমাবেশে নিয়ামতপুর ইউনিয়নের ঘোল পাড়া, বলরামপুর, হরিগোবিন্দপুর, অনুপমপুর ও আড়ুয়া শলুয়া গ্রামের ৭০ জন গাছি অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রত্যেক গাছিকে কম্বল এবং ঠুঙ্গী উপহার দেওয়া হয়। এ সময় সেরা পাঁচ জন গাছির হাতে উপহার হিসেবে গাছিদা” তুলে দেন প্রধান অতিথি। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে সম্ভাব্য রস আহরণকৃত খেজুর গাছের সংখ্যা ১০ হাজার ৮২৫ টি, রস আহরণ করা হয় না এমন গাছের সংখ্যা ১ হাজার ৫০ টি, রস আহরনের উপযোগী হয়নি এমন বাড়ন্ত গাছের সংখ্যা ২ হাজার ৬২৫ টি। সর্বমোট উপজেলাটিতে খেজুর গাছ রয়েছে ১৪ হাজার ৫০০ টি। এসব গাছ থেকে উপজেলায় ৩০ মেট্রিক টন খেজুর উৎপাদন হয়, ৩ লাখ ৪৬ হাজার ৪০০ লিটার রস আহরণ হয়। ২৯.৫ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। আর উপজেলাটিতে উপকারভোগী ১ হাজার ১৫ জন গাছি রয়েছেন। সমাবেশে অংশ নেওয়া উপজেলার কামালহাট গ্রামে হাফিজুর রহমান নামে এক গাছি জানান, আমার বেশ কিছু খেজুরের গাছ আছে। নতুন করে আবার এমদাদ স্যারের পরামর্শে প্রায় ১০০ টি খেজুরের চারা রোপন করেছি। আমরা গাছিরা যদি সৎ থেকে খেজুরের রস গুড় উৎপাদন করতে পারি তাহলে আমার এলাকার সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমি মনে করি। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, এ অঞ্চলের ঐতিহ্য খেজুরের রস গুড়। বাংলাদেশ খেজুর গুড়ের জন্য এ অঞ্চলের দিকে তাকিয়ে থাকে। তাই আমরা নিরাপদ গুড় উৎপাদন করব। তাছাড়া আমরা গাছিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবো। কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক কাজী এমদাদুল হক এমদাদ বলেন, আমার জেলা এবং উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ভেজালমুক্ত খেজুরের রস গুড় উৎপাদন করতে, খেজুর গাছ কাটার গাছির সংখ্যা বাড়াতে ফাউন্ডেশনটি দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের এ কাজে নানাভাবে সহযোগিতা প্রদান করছেন। আমরা চেষ্টা করছি খেজুরের নতুন জাতের চারা ঈশ্বরদী থেকে এনে গাছিদের দিতে। তাছাড়া গাছি সংকটে আমাদের এলাকার অনেক খেজুর গাছ শীত মৌসুমে কাটা সম্ভব হয় না। আমরা এই সমাবেশের মাধ্যমে গাছিদের সচেতন করছি ওইসব গাছ কাটার ব্যাপারে। একই সাথে পরামর্শ দিচ্ছি খেজুরের রস গুড় উৎপাদনে কোন প্রকার ভেজাল না দেওয়ার জন্য। ইচ্ছা থাকা সত্ত্বেও ফাউন্ডেশনটির অর্থনৈতিক সংকট থাকায় আমরা গাছিদের নিয়ে আরো ভালো কিছু করতে পারছি না বলেও তিনি যোগ করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম তার বক্তব্যে বলেন, অনেক আগে থেকে এ অঞ্চল খেজুর রস গুড়ের জন্য বিখ্যাত। আমরা উদ্যোগ নেবো ভালো জাতের খেজুর গাছের চারা এনে এখানকার গাছিদের দেওয়ার জন্য। যাতে কালীগঞ্জের খেজুর রস গুড়ের খ্যাতি দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সাধ এবং সাধ্যের সম্বনয় ঘটিয়ে আমরা গাছিদের জন্য কাজ করবো। পরিশেষে চমৎকার এ আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com