বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজের অনিশ্চয়তা কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ ভৈরবে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও পুলিশের পোশাক উদ্ধার কক্সবাজারে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম দীর্ঘ দুই মাস পর চালু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোংলায় তীব্র লবনাক্ততার মধ্যেও মৌসুমি সবজি চাষাবাদ ও পশু পালনে বদলে গেছে দরিদ্র ৬০ পরিবারের জীবনমান কালীগঞ্জে গৃহবধূকে শিকলে আটকে নির্যাতন: থানায় মামলা শাহজাদপুরে মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের সুষ্ঠু ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান

মোরেলগঞ্জ, প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে আছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর কোনো ঠাই হবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার আত্মত্যাগে নতুন স্বাধীনতা পেয়েছি। রাজনৈতিক নেতাদের পিছু টান থাকে কিন্তু ছাত্র-জনতার পিছু টান নেই। আবু সাঈদের আত্মত্যাগ দেখেছে বিশ্ববাসী।’
গতকাল শনিবার (৪ তারিখ) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্নীতিবাজ হাসিনা ও তার দোসররা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
এ সময় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও যুবদল নেতা মো: রেজাউল করিম সোহাগ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com